রোববার থেকে শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া এরিয়ার আয়োজনে সমরাস্ত্র প্রদর্শনী। মাঝিড়া সেনানিবাস্থ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংলগ্ন ডিভিশন ফুটবল মাঠে ৮ দিন ব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী-২০১৯ অনুষ্ঠিত হচ্ছে।

সকালে বেলুন উড়িয়ে সমরাস্ত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কামান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ সাইফুল আলম এসইউপি, এডব্লিউসি, পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ ও পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া সহ বগুড়া এরিয়ার উদ্ধর্তন সামরিক ও অসামরিক কর্মকর্তারা। সমরাস্ত্র প্রদর্শনী আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে।

প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ২৫-৩০ মার্চ প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত।বগুড়া শহরের স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে ৩০ মার্চ দুপুর ১২ টা হতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারবর্গ এবং সেনানিবাসস্থ স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য ৩১ মার্চ দুপুর ১২ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।