ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মহাকাশে অব্যবহৃত একটি স্যাটেলাইট ধ্বংস করেছে ভারত। বুধবার (২৭ মার্চ) এক ভাষণে এমনটা দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভি ও দ্য হিন্দুর।বুধবার সকালে এক টুইটে গুরুত্বপূর্ণ ভাষণের আগাম বার্তা জানান মোদি। স্থানীয় সময় দুপুর সাড়ে বারটার দিকে এক ভাষণে তিনি জানান, মহাকাশে অব্যবহৃত একটি স্যাটেলাইট গুঁড়িয়ে দিয়েছে ভারত। এতে ভারতের স্যাটেলাইট বিরোধী অস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। স্যাটেলাইট ধ্বংসের অভিযানটিকে মিশন শক্তি নামে বর্ণনা করেন মোদি।

মোদি জানান, মাত্র ৩ মিনিটেই সম্পন্ন হয়েছে মিশন শক্তি। বলেন, এখন ভারত মহাকাশেও সুপারপাওয়ার। মিশন শক্তির জন্য আমি ডিআরডিওর বিজ্ঞানীদের অভিনন্দন জানাচ্ছি। দেশের নিরাপত্তা ও প্রযুক্তিগত সাফল্যের ক্ষেত্রে অ্যান্টি-স্যাটেলাইট একটা মাইলফলক। এটা কারো বা কোনো দেশের বিরুদ্ধে সাফল্য নয়। এই অভিযান ভারতকে আরও সুরক্ষিত দেশ হিসেবে তুলে ধরবে।উল্লেখ্য, এই অভিযানের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর পৃথিবীতে স্যাটেলাইট-বিরোধী ক্ষেপণাস্ত্রসম্পন্ন দেশের তালিকায় চতুর্থ দেশ হিসেবে নাম লেখালো ভারত।