ভারতে সাধারণ নির্বাচনের দুদিন আগে ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডবীসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দক্ষিণ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় মাওবাদীরা এ হামলা চালায়।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ছত্তিশগড়ের দন্তেওয়ারায় বিজেপির একটি গাড়িবহর যাচ্ছিল। এতে মাওবাদী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এক বিষ্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ বিকেলে ওই জেলা দিয়ে ভীমা মাণ্ডবীর গাড়িবহর যাওয়ায় সময় মাওবাদীরা রাস্তায় পুঁতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। এতে ধ্বংস হয়ে গেছে বিজেপি বিধায়কের গাড়ি। হামলার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে হামলায় তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন।

নিরাপত্তা রক্ষায় দায়িত্বে থাকা কর্মীরা ভীমা মাণ্ডবীর মৃত্যুর আভাস দিয়ে জানিয়েছে, এ ঘটনায় বিজেপি বিধায়কের সব দেহরক্ষী মারা গেছেন। এর আগে বিধানসভা নির্বাচনের শুরুতে হামলা হয়েছিল দন্তেওয়ারায়। এই রাজ্যে ১১ ও ১৮ এপ্রিল নির্বাচনী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।