পাটগ্রামে পানি উন্নয়ন বোর্ড কতৃর্ৃক ব্যক্তিগত সম্পত্তি দখল করে ফসলি জমিতে অন্যায়ভাবে খাল খনন প্রকল্পের কার্যক্রম বন্ধের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় ৩ শতাধিক কৃষক।

শনিবার সকাল দুপুরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ও জোংড়া ইউনিয়নের কৃষকরা মোহাম্মদপুর ভান্ডারদহ খনন এলাকায় এ মানববন্ধন করেছে।

এর আগে বৃহস্পতিবার শতাধিক কৃষক স্বাক্ষরিত লিখিত অভিযোগ লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করলেও ভুক্তভোগী কৃষকরা কোন প্রতিকার পায়নি বলে সাংবাদিকদের অভিযোগ করেন। তারা প্রতিকার না পাওয়ায় শনিবার ৩ শতাধিক ক্ষতিগ্রস্থ কৃষকরা মানববন্ধন করে এর প্রতিবাদ জানায়।

কৃষক বাছেদ মোল্লা, ইউসুফ আলী, আব্দুস সালাম, বসির মোল্লা ও রফিকুল ইসলাম জানায়, তাদেরকে না জানিয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ স্থানীয় ঠিকাদারের মাধ্যমে ফসলী জমির আবাদ নষ্ট করে অন্যায়ভাবে দখলে নিয়ে খাল খননের কাজ করায় প্রায় ২ শত ২০ একর জমির আবাদী ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তাদের দাবী।

ভুক্তভোগী কৃষকরা তাদের ক্ষতিপূরণ ও জমি অধিগ্রহণের মাধ্যমে খাল খননের দাবী জানিয়েছে।