দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফর গিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেছেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ব্রুনাইয়ের স্থানীয় সময় বিকাল ৫টা ১৫ মিনিটে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সেখানে ব্রুনাইয়ের প্রাথমিক সম্পদ ও পর্যটনমন্ত্রী দাতো আলী আপাং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান। এর আগে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্ট্যাটিক গার্ড দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, সংস্কৃতি, ক্রীড়া ও এলএনজি সরবরাহসহ সাতটি চুক্তি স্বাক্ষর হয়। এসব চুক্তির মধ্যে ছয়টি সমঝোতা স্মারক এবং অন্যটি ভিসা সংক্রান্ত একটি নোট বিনিময়।