পাবনায় নজরুল ইনস্টিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার থেকে তিন দিন ব্যাপি জাতীয় নজরুল সম্মেলন ও আট দিন ব্যাপি জেলা বই মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল সাড়ে ১০টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নজরুল সম্মেলন ও বই মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.বিশ্বজিৎ ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি।

সম্মেলন উপলক্ষে সকাল ১০টায় একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয় এবং র‌্যালিটি শহর প্রদক্ষিন শেষে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ণ, সংরক্ষণ, প্রচার এবং নবীণ প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’প্রকল্পের আওতায় ২৬ থেকে ২৮ এপ্রিল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জাতীয় নজরুল সম্মেলন চলবে। সম্মেলনের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একই ভেন্যুতে বই মেলা চলবে ৩ মে পর্যন্ত। মেলা সকাল ১০ টা হতে রাত ৯ টা পযর্ন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ৩৪ টি স্টল স্থান পেয়েছে। জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতি:সচিব) আব্দুর রাজ্জাক ভুঞা, জাতীয় গ্রন্থাগারের পরিচালক (যুগ্ম সচিব) মো: শুওকত আলী, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার, পাবনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাফিউল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক (উপসচিব) মো: আব্দুর রহিম। সম্মেলন উপলক্ষে ৫দিন ব্যাপি নজরুল সঙ্গীত প্রশিক্ষণ, নজরুলের জীবনী ভিত্তিক তথ্যচিত্র প্রদর্শণী, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, কবি মাকিদ হায়দার, নজরুল সংগীতের শিল্পী সাদিয়া আফরিন মল্লিক, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ।