একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন আছেন। জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

গত ১৪ এপ্রিল ন্ধ্যায় সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে রাত ৮টার দিকে তাকে সিএমএইচে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর হাসপাতারলই হার্ট অ্যাটাক করেন। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় গুণী এই শিল্পীকে কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ৬৬ বছর বয়সী গুণী এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিত তার ডায়ালাইসিস করতে হচ্ছিল।

উল্লেখ্য, দীর্ঘ ৪০ বছরের সংগীতজীবনে আড়াই হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ প্রকাশিত হয়। তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সংগীতে অবদানের জন্য এ বছর একুশে পদক পান তিনি।