বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেছে মনিকা- তহুরারা। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে দলের জয়ে অবদান রাখেন মনিকা, মার্জিয়া ও তহুরা। এ তিনজনের গোলেই ফাইনালে পৌঁছে বাংলাদেশ।

তবে জয়ের আগে বহু গোলের সুযোগ মিস করে মৌসুমীরা। প্রথমার্ধের বাড়িয়ে দেওয়া সময়ে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মনিকা চাকমা বাঁ পায়ের ভলিতে মঙ্গোলিয়ার জালে প্রথম বল জড়ায়। পরের গোলটা করেন মার্জিয়া। তবে গোলের কারিগর ছিলেন মনিকাই। ৬৯ মিনিটে তার বাড়িয়ে দেওয়া ধরে মার্জিয়া অফসাইড ট্র্যাপ ভেঙ্গে বক্সে ঢুকলে সামনে এগিয়ে আসেন মঙ্গোলিয়ার গোলরক্ষক। কিন্তু মার্জিয়া নিখুঁত প্লেসিংয়ে বল চলে যায় জালে।

৮৫ মিনিটে গোল করেন বদলি খেলোয়াড় তহুরা খাতুন। সেই মনিকার পাস থেকে বল পেয়ে শট নেন মনিকা। সামনে থাকা মঙ্গোলিয়ার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় জালে। আগামী ৩ মে বাংলাদেশ ফাইনাল খেলবে লাওসের বিরুদ্ধে।