আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হয়ে সিরিয়ায় যুদ্ধ করা এক জঙ্গিকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। ওই জঙ্গির নাম মুতাজ আবদুল মজিদ কফিল উদ্দিন বেপারি ওরফে মুতাজ (৩৩)। গত রবিবার উত্তরা থেকে তাকে গ্রেপ্তারের পর গতকাল আদালতে তোলা হয়। আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মুতাজের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। এজাহারে সিরিয়ায় গিয়ে তার যুদ্ধ করা এবং ঢাকায় এসে সরকার উৎখাতসহ নাশকতার পরিকল্পনার বিষয়ে উল্লেখ রয়েছে। গত ফেব্রুয়ারিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করে মুতাজ। সিটিটিসি সূত্রমতে, গত ১ ফেব্রুয়ারি তুরস্ক থেকে বাংলাদেশে আসে মুতাজ। রবিবার নব্য জেএমবির ৫-৬ জন সদস্যের সঙ্গে উত্তরায় একটি গোপন বৈঠকে অংশ নেয় সে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার সব সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনকারী দলের কর্মকর্তারা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকালে তার সঙ্গে একটি পাসপোর্ট, সৌদি আরবের একটি আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, একটি আইফোন, ‘কাফিরের জন্য রক্ত আপনার জন্য লাল’ শিরোনামে আইএসের ম্যাগাজিন রুমিয়াহর চার পাতার একটি রচনার বাংলা অনুবাদ, ‘খিলাফত ঘোষণা ও বাংলাদেশ’ শিরোনামের ছয় পাতার একটি আর্টিকল, আরবিতে লেখা ৫০ পাতার নথিপত্র এবং স্ম্যাসিং বর্ডারস ব্ল্যাক ফ্ল্যাগ ফ্রম সিরিয়া রেভ্যুলেশন ২০১১ থেকে ২০২০ লেখা ১০৭ পৃষ্ঠার একটি গ্রন্থ উদ্ধার করা হয়েছে। সিটিটিসির এক কর্মকর্তা জানান, মুতাজ বংশানুক্রমে বাংলাদেশের নাগরিক। তার জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। সৌদিতে সে তার মা ও ভাইয়ের সঙ্গে বসবাস করত। তার বাবা আবদুুর মজিদ বেপারি বাংলাদেশি হলেও মা হালিমা পাকিস্তানের নাগরিক। মুতাজ ২০১৪ সালে সৌদি দূতাবাসের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে। ওই পাসপোর্ট ব্যবহার করে সে ২০১৬ সালে সৌদি আরব থেকে তুরস্কে যায়।