মাদারীপুরে র‌্যাব-৮ কর্তৃক সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার জনাব দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে ৭ মে আনুমানিক ভোর ৫টা ১৫ মিনিটের সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ট্যাবলেট ফোন, মোবাইল ফোন, সীমকার্ড এবং দেশীয় ধারালো অস্ত্রসহ মোঃ সৈয়দ হাওলাদার(৩০) নামে এক ব্যাক্তিকে হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ট্যাবলেট ফোন- ০২টি, মোবাইল ফোন- ১৬টি, এবং সীমকার্ড- ৮৫টি এবং দেশীয় ধারালো রামদা-১২টি, দেশীয় তৈরি বাট বিহীন বল্লমের ফলা-১১টি উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ সুত্রে জানা যায়,ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মিয়াপাড়া গ্রামের মৃত সামসুদ্দিন হাওলাদারের ছেলে, সৈয়দ হাওলাদার। তিনি একজন পেশাদার বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং সে দীর্ঘদিন যাবৎ বিকাশ প্রতারনার কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদক ও একটি অস্ত্র আইনে মামলা দায়ের হয়।

সাবরীন জেরীন,মাদারীপুর।