মাদারীপুরের রাজৈরে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারের জের ধরে মসজিদে ঢুকে মজিবুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবর আমগ্রাম ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি। এই ঘটনায় বুধবার দুপুরে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শণ করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাহিদুর রহমান টিপুর সাথে রাজৈর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জমির খানের সাথে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলো। এই বিরোধরে জের ধরেই আমগ্রামের মঠবাড়ি জামে মসজিদে তারাবির নামাজ পড়ার সময় মসজিদে জুতার রাখার মত তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটিকাটি হয়। এই কথাকাটাকাটির সূত্র ধরেই চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর সমর্থক লিংকন এবং জুয়েল, আশরাফসহ ১০/১২জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সাবেক চেয়ারম্যান জমির খান সমর্থক মজিবরের উপর মসজিদের মধ্যেই নামাজরত অবস্থায় হামলা চালায়। এরপর পাশের বাড়িতে আশ্রায়ের জন্য গেলে সেখানে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মজিবরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মজিবর একই এলাকার নওয়াব আলি বেপারীর ছেলে।

নিহতের ছেলে রুবেল জানান, ‘বেশ কয়েক দিন আগে চেয়ারম্যান টিপুর ভাই রনি বেপারীর নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা চালায়। নির্বাচন নিয়ে জুয়েল, আশরাফ, লিংকনদের সাথে আমাদের দ্বন্দ্ব ছিলো। এর জের ধরেই টিপু চেয়ারম্যানের লোকজন বাবা কুপিয়ে হত্যা করেছে।’

মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার জানান, ‘মসজিদে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র প্রবেশ করে। এক পর্যায়ে মজিবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপানো শুরু করে তারা। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দ্রুত বাকি আসামীদের গ্রেফতার করা হবে।’