মিয়ানমারের ইয়াঙ্গুনে রানওয়ে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ছিটকে পড়ে ভেঙে ৩ টুকরো হয়েছে বলে টুইটে জানিয়েছেন এক মিয়ানমারের নাগরিক। তার ওই টুইটটি স্পূটনিক নিউজ বাংলাদেশ বিমানের দুর্ঘটনার প্রতিবেদনের সঙ্গে যুক্ত করেছে। এদিকে, দুর্ঘটনার পরপর ইয়াঙ্গুন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অবতরণের সময় ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ ৮কিউ-৪০০ উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে। বিমানটিতে পাইলটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন শামিম।

জানা যায়, বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়া বিমান বাংলাদেশের ফ্লাইটটিতে যাত্রী-ক্রু সহ ৩৩ জন আরোহী ছিলেন। এসময় ১৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গণমাধ্যমকে জানান, প্লেনটি সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে যায়।

বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ দুর্ঘটনার পরই বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেয়া হয়। খবর দ্য মিয়ানমার টাইমস এর। ইইয়াঙ্গুনে বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম চৌধুরী গণমাধ্যমকে জানান, আরোহীদের সবাই অল্প-বিস্তর আহত হয়েছে। তবে কারও আঘাতই মারাত্মক পর্যায় না। আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।