গুঞ্জনভেসে বেড়াচ্ছে আবু জায়েদ রাহীর পরিবর্তে বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা করে নিচ্ছেন তাসকিন আহমেদ। তবে এমন খবর উড়িয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি জানান, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

এছাড়া বিশ্বকাপে খেলার জন্য তাসকিন এখনও ফিট নয় বলে সংবাদমাধ্যমকে জানান, পাপন।

বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে মুষড়ে পড়েছিলেন পেসার তাসকিন আহমেদ। শুধু তাই নয়, তরুণ এই পেসার কেঁদেও ফেলেছিলেন। তবে নতুন করে আবার কিছুটা আলোর রেখা দেখতে পাচ্ছেন তাসকিন-ভক্তরা। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সুযোগ পাওয়ার পর এবার বাংলাদেশের বিশ্বকাপ দলেও জায়গা পেতে পারেন তিনি। আরেক পেসার আবু জায়েদ রাহির জায়গায় দলে নেওয়া হতে পারে তাঁকে।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বিশ্বকাপের বাংলাদেশ দলে দু-একটি পরিবর্তন আসতে পারে। এই জ্য়াগায় তাসকিনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে আয়ারল্যান্ড সিরিজে ব্যাকআপ পেসার হিসেবে তাসকিনকে দলে নেওয়া হয়েছিল। আর ফরহাদ রেজা ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ খেলে চলমান এই সিরিজের দলে জায়গা পান।