কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি বাসচালক নূরুজ্জামান নূরু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গতকাল শনিবার বিকালে তিনি জবানবন্দি প্রদান করেন। কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার তানিয়াকে ধর্ষণ ও হত্যার পর ঐদিন রাতেই পুলিশ বাসের চালক নুরুজ্জামান ও হেলপার লালন মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করে। গত বুধবার তাদেরকে আদালতে হাজির করে আটদিনের রিমান্ডে নেওয়া হয়।

এদিকে, তানিয়া ধর্ষণ ও হত্যার ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে বাজিতপুরের গজারিয়া বিলপাড় এলাকাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবিবার বিকালে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।