পাবনার ঈশ^রদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাফিজুর রহমান তিতাস মোল্লা (৩৮) নামে এক কুখ্যাত ডাকাত নিহত হয়েছেন। সে অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, মটর সাইকেল চুরি, ছিনতাইসহ ১৭ মামলার পলাতক আসামী ছিলো। তিতাস ঈশ^রদীর সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে। সোমবার দিবাগত রাত আড়াইটায় সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়ার চানমারী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, ওই এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈশ^রদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় বন্দুকযুদ্ধে ডাকাত তিতাস আহত হয়। পরে তাকে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।