আজ দুপুরে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী ১ জুলাই থেকেই নতুন ভ্যাট আইন কার্যকর হবে। তিনি বলেন, ব্যবসায়ীদের সাথে ভুল বোঝারও অবসান হয়েছে। নতুন ভ্যাট আইনে সংস্কার আনতে, এফবিবিসিআই, চলতি মাসেও, এনবিআরে চিঠি পাঠিয়েছিলো।

অর্থমন্ত্রী বলেন, ভ্যাটের হার কত হবে তা বাজেট পেশের পরে জানা যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বাজেট পেশের পর। এই আইন কার্যকর হলে সাধারণ ভোক্তারা যাতে কোনো কষ্ট না পায় সেদিকে নজর দেয়া হবে। ব্যবসায়ীরা যেভাবে চেয়েছে সেভাবেই ভ্যাট আইন কার্যকর হবে।

এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, আইন কার্যকর করতে, সমস্যা দেখা দিলে, যৌথ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে সুরাহা করা যাবে। এতে কোন পণ্যের দাম বাড়বে না, বরং কিছু ক্ষেত্রে দাম কমবে। আইনটি কার্যকরের ক্ষেত্রে ব্যবসায়ীদের আর কোন আপত্তি নেই।