ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর মধুর ক্যান্টিনে সংঘর্ষের ঘটনায় সাবেক কেন্দ্রীয় নেতা জারিন দিয়াসহ পাঁচ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। সোমবার রাতে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় সংগঠনটি। বহিষ্কৃতদের মধ্যে সালমান সাদিক নামের জিয়া হলের এক কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রলীগ। একইসঙ্গে চার জনকে সাময়িক বহিষ্কার করা হয়।
জারিন দিয়া ছাড়াও সাময়িক বহিষ্কৃত অন্যরা হলেন, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী মুরসালিন অনু, জিয়া হলের সদস্য কাজী সিয়াম, একই হলের কর্মী সাজ্জাদুল কবির।

একইসঙ্গে ডাকসুর সদস্য ও রোকেয়া হল ছাত্রলীগ সভাপতি বিএম লিপি আক্তার এবং জিয়া হলের পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক হাসিবুর রহামান শান্তর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশও দিয়েছে সংগঠনটি।