গাজীপুরে পাসপোর্ট অফিসের দালাল চক্রের চার নারীসহ ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই দন্ডাদেশ প্রদান করেন। মঙ্গলবার র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব-১ এর ওই কর্মকর্তা জানান, গাজীপুর পাসপোর্ট অফিস এলাকায় একটি সংঘবদ্ধ দালাল চক্র প্রতারণা করার উদ্দেশ্যে সোমবার বিকেলে অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস এবং ওই ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ওই এলাকা হতে পাসপোর্ট তৈরীর দালাল চক্রের ১২ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস দালাল চক্রের আটক ওই ১২জনকে ৩ দিন থেকে ১০ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

দন্ডপ্রাপ্তদের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার রাজবাড়ি টাংকির পাড় এলাকার নুরু মিয়ার ছেলে বাদল মিয়া (২০), একই এলাকার নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫), একই থানার হাড়িনাল এলাকার মোবারক হোসেনের ছেলে মাহবুব রহমান (২২) ও টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে ফারুক আহম্মেদ (৪০) প্রত্যেককে ১০ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার হাতিয়াব এলাকার আকবর আলীর ছেলে ইয়াসির (২৪) ও তার ভাই আসিফ (১৯), একই থানার রাজবাড়ী টাংকির পাড় এলাকার ইদ্রিস আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২৩), একই এলাকার বিঞ্ণ সরদারের মেয়ে তরুনী সরদার (৫৫), আব্দুল কুদ্দুসের ছেলে শয়ন মিয়া (১৯)কে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড, গাজীপুর সদর থানার থানার রাজবাড়ী টাংকির পাড় এলাকার গঙ্গা’র মেয়ে পারুল (৩২), আবুল হোসেনের মেয়ে আসমা (৩২) এবং মাধববাড়ী এলাকার অজিত চন্দ্র দাসের মেয়ে রীনা রাণী দাসকে (৩৫) তিনদিন করে বিনাশ্রম কারাদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক দলের সক্রিয় সদস্য। তারা পরষ্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুর পাটপোর্ট অফিসে পাসপোর্ট তৈরীর নামে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে আসছিল বলে জিজ্ঞাসাবাদকালে আটককৃতরা জানিয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, গাজীপুর পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম বন্ধ করতে র‌্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।