পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাইপ ভেঙ্গে পড়ে সাইফুল ইসলাম (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সাড়ে রাতে ১১টার দিকে পকল্পের পদ্মা নদীর কাছে ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করার সময় এ ঘটনা ঘটে। সাইফুল পটুয়াখালী জেলার চরজোনকাঠি গ্রামের শহীদ মৃধার ছেলে বলে জানা গেছে। রূপপুর প্রকল্পে ‘টিসিএল’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতো সে। বৃহস্পতিবার রাতে আহত অবস্থায় সাইফুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, রাতের শিফটে সাইফুল ডিউটি করছিল। প্রকল্পের পদ্মা নদীর ধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিনের একটি লোহার পাইপ তার মাথার উপর ভেঙ্গে পড়ে। টিসিএল কোম্পানির দোভাষী নাজমুল জানান, নিরাপত্তামূলক ব্যবস্থা থাকার পরও অসচেতনতার কারণে সাইফুলের মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।