মন্ত্রী পদমর্যাদা পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১ জুন) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধে সব শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পরে মেয়র সাংবাদিকদের বলেন, মন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিকদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য আরও অনেক বেড়ে গেল। নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

ঈদের ছুটিতে যারা গ্রামে যাচ্ছেন, তাদেরকে উদ্দেশে মেয়র বলেন, গ্রামকে যেমন আমরা সুন্দর ও পরিচ্ছন্ন রাখি, গ্রাম থেকে শহরে ফেরার পরও শহরটিকে তেমনি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, ডিএনসিসির কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাইসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।