বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগের ভাইভা সাময়িক স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি কনক কান্তি বড়ুয়া বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক চিকিৎসকরা এসেছিলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নিয়োগের ভাইভা সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তী করণীয় ঠিক করতে সিন্ডিকেট মিটিং ডাকা হয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে, শুধু নিয়োগ সাময়িক স্থগিত নয়, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নিয়োগ বাতিল করতে হবে বলে জানিয়েছে আন্দোলনে থাকা চিকিৎসকরা।আন্দোলনে থাকা চিকিৎসকদের একজন ডা. শিপন বলেন, এই দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে কোনও নিয়োগ সুষ্ঠু হতে পারে বলে বিশ্বাস করি না। সুষ্ঠু তদন্ত ও ভিসির পদত্যাগ দাবি করছি।