গাজীপুরের সফিপুর আনসার একাডেমি থেকে প্রশিক্ষণরত এক আনসার সদস্যের ঝুলন্ত লাশ বুধবার উদ্ধার করেছে পুলিশ। তার নাম দীনবন্ধু বিশ্বাস (২৪)। তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার নন্দীগ্রাম এলাকার বিমল কুমার বিশ্বাসের ছেলে। তিনি আনসার একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত ছিলেন।

কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল ও একাডেমির আনসার সদস্যরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে ৭০ দিনের মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন দীনবন্ধু বিশ্বাস। বুধবার তার মৌলিক প্রশিক্ষণের ছিল ৫৯তম দিন। এদিন সকালে আনসার একাডেমিতে প্রশিক্ষণকালে পিটি প্যারেডের পর নাস্তার জন্য বিরতি দেওয়া হয়। এসময় দীনবন্ধু বিশ্বাস একাডেমি ক্যাম্পাসের ৬নং ব্যারাক ভবনের দ্বিতীয় তলার পুর্বপাশের্^র ১নং টয়লেটে যান। এরপর তিনি আর ফিরে আসেন নাই। দীর্ঘ সময়ে ফিরে না আসায় তার খোঁজে সহকর্মীরা ওই টয়লেটে যায়। এসময় তারা টয়লেটের সেনেটারী পাইপের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় দীনবন্ধু বিশ্বাসের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।