বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ), ইউনিয়ন ভূমি অফিস ও জেলা কারাগারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাঁচ জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ জুন) এই চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। দুর্নীতি বন্ধে রাঙ্গামাটি, লক্ষীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও নরসিংদীর জেলা প্রশাসককে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে, দুদক হটলাইন ১০৬-এ অভিযোগ পেয়ে এস এ জরিপের ম্যাপ প্রদানে অনিয়মের অভিযোগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক।এছাড়া নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের নাম সংশোধনে হয়রানির অভিযোগে অভিযান চালানো হয়।

আর রাজধানীর কদমতলী থানার মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের টাকা আত্মসাতের অভিযোগে অভিযান হয় দুদকের। অভিযানের সময় ইসলামিক ফাউন্ডেশনের এক ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে ২০০ শিক্ষকের বেতন থেকে জোর করে প্রতি মাসে যাকাত ও মক্তব ফান্ডের নামে ৫০০ থেকে ২০০০ টাকা করে আদায় করার প্রমাণ পায় দুদক টিম।