গাজীপুরের কাপাসিয়ায় বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে বাঁশের খুঁটিতে টেলিভিশনের এন্টিনা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা ও পুত্র নিহত হয়েছে। তারা হলো- গাজীপুরের উপজেলার রায়েদ ইউনিয়নের কালডাইয়া গ্রামের এমারত হোসেন (৪৫) ও তার ছেলে সেলিম (২১)।

কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, কাপাসিয়া উপজেলার কালডাইয়া গ্রামে ডিশ সংযোগ না থাকায় বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার জন্য বুধবার বিকেলে এমারত হোসেন ও তার ছেলে সেলিম একটি কাঁচা বাঁশের খুঁটির মাথায় অ্যান্টেনা বেঁধে মাটিতে পোঁতার চেষ্টা করছিলেন। কিন্তু বাঁশটি কাত হয়ে পাশর্^বর্তী বিদ্যুৎ লাইনের উপর গিয়ে পড়ে। এসময় কাঁচা বাঁশ বিদ্যুতায়িত হলে তারা দুজন’ই বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় স্থানীয় সেবা হাসপাতালে নিয়ে যায়। পরে সেথান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতি ও পুত্রকে মৃত ঘোষণা করেন। নিহত এমারত মৌসুমী ফলের ব্যবসা করতো ও তার ছেলে সেলিম স্থানীয় একটি কলেজে লেখাপড়া করার পাশাপাশি এক কারখানায় চাকরি করতেন।