২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বৈদেশিক ঋণ সহায়তার টার্গেট ধরা হয়েছে ৬৩ হাজার ৮৪৮ কোটি টাকা। বৃহস্পতিবার (১৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ তথ্য তুলে ধরেন।এর আগের বছর বৈদেশিক ঋণ সহায়তার পরিমাণ ছিল ৫০ হাজার ১৬ কোটি টাকা। তার আগের বছর অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছরে এ বাজেট ধরা হয়েছিল ২৫ হাজার ৬২১ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, অর্থবছরের জন্য উন্নয়ন ও পরিচালন ব্যয় বাবদ ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাব করছি। এর মধ্যে এনবিআর ও এনবিআর বহির্ভূত সব মিলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮১ হাজার ৯৭৮ কোটি টাকার প্রস্তাব করছি। ফলে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকার ঘাটতি বাজেটের প্রস্তাব করছি।