কেনাকাটার জনপ্রিয় ওয়েবসাইট আমাজন পৃথিবীর সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের স্থান দখল করেছে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে করা একটি বৈশ্বিক র‌্যাংকিং থেকে এমন খবর দিয়েছে বিশ্বখ্যাত সাময়িকী বিজনেস ইনসাইডার। আমাজনের মোট মূল্য এখন ৩১৫.৫ বিলিয়ন ডলার, গত বছরের তুলনায় যা ৫২ শতাংশ বেশি। নতুন তালিকায় অ্যাপল আছে দ্বিতীয় স্থানে। এই প্রতিষ্ঠানের সার্বিক মূল্য ৩০৯.৫ বিলিয়ন ডলার। ৩০৯ বিলিয়ন নিয়ে তৃতীয় স্থানে আছে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।

প্রতি বছর এই র‌্যাংকিং করে ব্র্যান্ডজেড নামের একটি প্রতিষ্ঠান। ১২ বছর ধরে যৌথভাবে শীর্ষে ছিল গুগল এবং অ্যাপল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আগের মতোই ষষ্ঠ স্থানে আছে। তাদের মালিকানাধীন ইনস্টাগ্রাম আছে ৪৪তম স্থানে।