বাংলাদেশের সামনে টার্গেট ছিল পাহাড় সমান। বিশ্বকাপের ইতিহাসে যেখানে ৩২৯ রানের বেশি তাড়া করে এখন পর্যন্ত কেউ জেতেনি সেখানে ৩৮১ রান তাড়া করে বাংলাদেশ জিতবে সেটা ছিল অকল্পনীয়। কিন্ত আজ ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগাররা যেটা করেছে অবশ্যই প্রশংসনীয়। এই বিশাল রানের টার্গেটে খেলতে নেমে লাল সবুজের প্রতিনিধিদের ইনিংস থামে ৩৩৩ রানে।

এই ম্যাচে হারলেও রেকর্ড গড়েছে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান (৩৩৩) করেছে বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ রান ছিল ৩৩০, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই বিশ্বকাপেই। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮২ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ হারে ৪৮ রানে।

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করেই হেরেছেন মাশরাফীরা। সহজেই ছেড়ে দেননি অজিদের। এর পুরো কৃতিত্ব পাবেন মুশফিক-মাহমুদুল্লাহ। মুশফিক সেঞ্চুরি করে শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকলেও মাহমুদুল্লাহ আউট হয়েছেন মারতে গিয়ে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৬৯ রান।