দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারকে রাজি করাতে চীনের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জুও মঙ্গলবার (২৫ জুন) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী চীনের রাষ্ট্রদূতের কাছে এই সমর্থন চান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ প্রস্তুত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী চীনের রাষ্ট্রদূতকে বলেন, মিয়ানমারকে অবশ্যই ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গা জনগোষ্ঠী রাখাইনে ফেরত যেতে নিরাপদ বোধ করেন।সম্প্রতি চীনের রাষ্ট্রদূত কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।রাষ্ট্রদূত ঝাং জুও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আরও শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে।