গাজীপুর মহানগরের টঙ্গীতে ঝাড়–দারের ছুরিকাঘাতে এক রিকশা চালক নিহত ও অপর এক যুবক আহত হয়েছে। গত শনিবার রাতে টঙ্গী বাজারের পশ্চিম পাশে স্থানীয় হোন্ডা রোডে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের নাম ইয়াসিন মোল্লা (২২)। ছুরিকাঘাতে গুরুতর আহত পারভেজকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রিকশা চালক ইয়াসিন ও আহত পারভেজ (১৮) স্থানীয় হাজী মাজার বস্তিতে বসবাস করে। ঘাতক আবুল কালাম পাশেই এটলাস হোন্ডা ফ্যাক্টরির স্টাফ কোয়ার্টারে বসবাস করে।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে এটলাস ফ্যাক্টরির সামনে রিকশা চালক ইয়াসিন ও তার বন্ধু পারভেজ বসে গল্পগোজব করছিল। এসময় এটলাস কারখানার ঝাড়–দার আবুল কালাম এসে তাদের কাছ থেকে গাঁজা কিনতে চায়। ‘আমরা কি গাঁজা বেচি নাকি ?’ এমন পাল্টা প্রশ্ন করতেই আবুল কালাম ইয়াসিন ও পারভেজের ওপর চড়াও হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে আবুল কালাম ইয়াসিন ও পারভেজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যায় এবং পারভেজকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ঢামেক থেকে পারভেজকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জিএমপির টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হাসান মামুন জানান, ঘাতক আবুল কালামকে গ্রেফতারের চেষ্টা চলছে। আসামী ও ভিকটিম তিন জনই মাদকসেবী বলে তিনি দাবী করেন। আবুল কালাম এটলাস কারখানায় প্রায় ৬ মাস আগে দৈনিক মজুরি ভিত্তিক চাকরিতে যোগদান করে বলে কারখানা কর্তৃপক্ষ জানায়।