বকেয়া পরিশোধ না করায় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও রবি আজিয়াটার ব্যান্ডউইথ কমিয়ে দিয়েছে টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান।জাকির বলেন, অডিটের ভিত্তিতে আমরা যে টাকা দাবি করেছি, তা মোবাইল অপারেটর কোম্পানি দুটো পরিশোধ করছে না। তাদের শৃঙ্খলায় আনতে ব্যান্ডউইথ কমিয়ে দেওয়া হয়েছে।

তারা তা পরিশোধ করছে না। তাদেরকে শৃঙ্খলায় আনার জন্য ব্যান্ডইউথ কমিয়ে দেওয়া হয়েছে। গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি টাকা ও রবির কাছে ৮৬৭ কোটি টাকা পাওনা রয়েছে। গ্রামীণফোনের ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে বিটিআরসির পাওনা ৮ হাজার ৪৯৪ কোটি টাকা ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের পাওনা ৪ হাজার ৮৫ কোটি টাকা। অডিট প্রতিবেদনের ভিত্তিতে এ বকেয়া পাওনা দাবি করে আসছে বিটিআরসি।