নিম্ন আদালতের বিচারকদের নামের আগে পদবি লেখার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। ফলে তারা নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবি ব্যবহার করতে পারবেন না।

রোববার (৭ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামানের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানিতে বিচারকের নামের আগে ডক্টর পদবি হাইকোর্টের নজরে আসে। তখন আদালত স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আকরাম উদ্দিন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।