প্রয়াত ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর দিক শূন্য হয়ে পড়ে দেশের জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি। দলটি ঘিরে অনেকদিন ধরেই শোনা যাচ্ছে ভাঙনের কথা। বিশেষ করে, ব্যান্ডের অন্যতম সদস্য সাইদুল হাসান স্বপন ও গোলামুর রহমান রোমেল আলাদাভাবে শো করার পর ভাঙনের গুঞ্জনটি আরও জোড়ালো হয়ে ওঠে। এবার জানা গেল, এলআরবি’র সঙ্গে আর নেই দলটির গিটারিস্ট মাসুদ ও ব্যবস্থাপক শামীম। শামীম আহমেদ বলেন, ‘এলআরবি ব্যান্ডের সঙ্গে এখন আর আমি নেই। আমাকে বাদ দেওয়া হয়েছে। উনারা চাচ্ছেন না, আমরা (গিটারিস্ট মাসুদ ও ব্যবস্থাপক শামীম) ব্যান্ডে থাকি। আমরা সবাই চাই এলআরবি’র ভালো হোক। বসের (আইয়ুব বাচ্চু) গড়া ব্যান্ডটি সগৌরবে এগিয়ে চলুক। ব্যান্ডের ভালোর জন্য আমরা সড়ে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম, একটু সময় নিয়ে সুন্দরভাবে এগুতে। গত ৮ মাস আমরা অপেক্ষা করেছি, যদিও সময়টা একটু বেশিই নিয়ে ফেলেছি। এখানে রুটি-রোজগারেরও একটা বিষয় আছে। যাই হোক, উনি (প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট স্বপন) বড় ভাই মানুষ। এমন একটি ব্যান্ডদলকে নিয়ে আর যেন বিতর্ক না হয়, তাই আমরা দলটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এলআরবি’র জন্য শুভ কামনা রইলো।’ এদিকে, এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য স্বপন বলেন, ‘আমরা (স্বপন ও রোমেল) এলআরবির সঙ্গেই আছে। যত দিন বেঁচে থাকবো, এলআরবির সঙ্গেই থাকবো।’

নতুন লাইনআপ প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আপাতত, অতিথি শিল্পী নিয়ে আমরা শো করছি। শিগগিরই চূড়ান্ত লাইনআপের ঘোষণা দেওয়া হবে।’

উল্লেখ্য, ১৯৯০ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চু গড়ে তোলেন এলআরবি। তখন তাদের লাইনআপে ছিলেন- আইয়ুব বাচ্চু (লিড গিটার ও ভোকাল), স্বপন (বেস গিটার), টুটুল (কি-বোর্ডে) ও জয় (ড্রামস)। গত বছর ১৮ অক্টোবর মারা যান এলআরবির ব্যান্ডের প্রধান ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু।