পাকিস্তানের একটি সংবাদভিত্তিক চ্যানেলে কর্মরত এক টেলিভিশন উপস্থাপককে গুলি করে হত্যা করা হয়েছে। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, নিহত উপস্থাপকের নাম মুরিদ আব্বাস। তিনি পাকিস্তানের ‘বল নিউজ’-এ কাজ করতেন। মঙ্গলবার করাচি শহরের খায়াবান-ই-বুখারি এলাকায় তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, আব্বাসকে গুলি করা ওই ব্যক্তির নাম আতিফ জামান। সাদা রঙয়ের একটি গাড়ি থেকে তিনি গুলি ছোঁড়েন। তাদের দুজনের মধ্যে আর্থিক দ্বন্দ্ব ছিল। এদিকে জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারের নির্বাহী পরিচালক সেমিন জামালি বলেন, আব্বাসকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। তার বুকে এবং পেটে বেশ কয়েকটি গুলি লেগেছিল।