সুইডেনের দক্ষিণাঞ্চলে প্যারাসুট আরোহীদের বহনকারী একটি ছোট বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৯ জন আরোহীর সবাই মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে,গতকাল রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে স্টরস্যান্ডস্কার দ্বীপে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে কয়েকজন আরোহী প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করে। সুইডিশ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এক ইঞ্জিন বিশিষ্ট জিপসঅ্যারো জিএ৮ এয়ারভ্যান। যেটি তৈরি করেছিল অস্ট্রেলিয়া।বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে উমিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।তবে বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি।

স্থানীয় ভাস্তারবোত্তেন পৌর কর্তৃপক্ষের মুখপাত্র গ্যাবরিয়েল্লা ব্যান্ডলিং বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে, বিমানের আরোহীদের সবাই মারা গেছে।’ এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লফভেন।