মেঘের অনেক রঙ

আকাশ টা ঠিক আগের মতোই আছে
মেঘ টা বরাবরই অন্যরকম
মেঘের অনেক রঙ
তাই বুঝি তারে আজও বুঝিনি,
সেই আকাশ,,সেই রাস্তা,,পুলের দু’পাশে চায়ের দোকান
ক্যাম্পাসের সামনে ঝালমুড়ি আড্ডা,,,প্রেমিক- যুগল
সব আগের মতোই আছে,,ঠিক আগের মতই
শুধু মাঝখানে কেটে গেলো ১৭ টি বছর।।।

তুমি তখন আমায় আপনি বলে ডাকতে!
আপনি এখানে? এই তো ছোট একটু কাজ ছিলো,
তুমি? তুমি চলে যাচ্ছ? হুমম নোট নিতে এসেছিলাম
চলো এগিয়ে দেই! আপনার তো কাজ আছে!
রাস্তা টা খুব সুন্দর,,হুমম আমার খুব প্রিয়
তোমার বান্ধবিরা মনে হয় হাসছে?
আপনাকে আমার সাথে দেখে নিজেদের মতো করে
গল্প লিখছে” আজই চলে যাবেন? হুমম আজই।।

সেদিন তোমার কোনো কাজ ছিলোনা
সবটাই ছিলো মিছে অজুহাত, তোমাকে বলতে গিয়ছিলাম
কতো কথা” বলা হয়নি, যখন বলেছি! শোনা হয়নি তুমি কি চাও?
সব কথা আজও বলা হয়নি,, হয়তো কোনোদিন বলা হবেনা
শুধু মাঝখানে কেটে গেলো ১৭ টি বছর।।।

আবার ইচ্ছে হয়! সেই আকাশের বুকে, সেই রাস্তায়,,পাশাপাশি দুজনে
আবার হাঁটবো! নতুন কোনো ইচ্ছেরা আজ আর আমায় ডাকেনা
যে সময় চলে যায়,,সে সময় বড় বেশি অভিমানি,, তারে আর ডেকোনা
জীবন থেকেই তো কিছু চাওয়ার নেই,,আকাশের কাছে কি চাইবো
পথের কাছেই বা কি চাইবো,,নতুন পথের খোঁপায় বাঁধনহীন অভিমানি কাঁটা
শুধু মাঝখানে কেটে গেলো ১৭ টি বছর।।

-আমেনা ফাহিম