সারাদেশে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে শনিবার সকালে আলোর পথযাত্রী সংগঠনের ব্যানারে এই মানববন্ধন রচণা করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল। তিনি নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বর্তমান ছাত্র সমাজ যদি ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়, এই দেশে আর কোনো বোনকে নির্যাতনের শিকার হতে হবে না। মানববন্ধনে উপস্থিত সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন যে, যেখানেই নারী বা শিশু নির্যাতন হবে, সেখানেই তাঁরা প্রতিবাদের আওয়াজ তুলবেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, আলোর পথযাত্রীর খালেদ মাহমুদ সুজন, সাধারণ স¤পাদক ইউনুস আলী, সাংগঠনিক স¤পাদক সোবাহান নাহিদ, প্রচার স¤পাদক তন্ময় কুমার, সাংস্কৃতিক স¤পাদক এসটিএল শামীম, শিক্ষক সঞ্চয় কুমার ও আনোয়ার হোসেন প্রমুখ।