রেলওয়ে বিমানবন্দর এলাকায় বস্তি উচ্ছেদের সময় কাওলার কাছে বিদ্যুতের তার কাটা পড়ে বিদ্যুৎহীন রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর সূত্র জানিয়েছে, শনিবার বস্তি উচ্ছেদের সময় ডেসকোর লাইনের একটি মূল সংযোগ তার কাটা পড়ায় রোববার সকাল সাড়ে ৯টা থেকে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ টার্মিনালে বিদ্যুৎ নেই। জেনারেটর ও পাওয়ার ব্যাকআপ দিয়ে বিকল্প ব্যবস্থায় বিমানবন্দরের জরুরি সেবাগুলো চালানো হচ্ছে। সীমিত পরিসরে জ্বলছে বাতি। তবে কম্পিউটার সচল না থাকায় এয়ারলাইন কোম্পানিগুলো হাতে লিখে বোডিং কার্ড ইস্যু করছে।

টানা দীর্ঘক্ষণ জেনারেটর চালানোর ফলে বিমানবন্দরে এয়ারকন্ডিশন এবং পানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। গরমে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যথেষ্ট পানি সরবরাহ না থাকায় টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তবে জরুরি ভিত্তিতে লাইন মেরামতের কাজ করছে বলে জানিয়েছে ডেসকো।