বোমার প্রথম খবর আসে রাত পৌনে একটার দিকে। ভয়ধরানো চেহারার প্যাকেটটি পড়ে থাকতে দেখা যায় খামারবাড়ি মোড়ে পুলিশ বক্সের পাশে। বোমা আতংক ছড়িয়ে পড়ে দ্রুত, নিরাপত্তার স্বার্থে চৌরাস্তা ব্লক করে দেয় পুলিশ। বোমাসদৃশ প্যাকেটটিতে কী আছে, জানার চেষ্টা করে কাউন্টার টেররিজম বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট। একটি রোবট পাঠিয়ে প্যাকেটটি পরীক্ষা করেন ইউনিটের সদস্যরা। রাত তিনটার পর বোমাটিকে নিস্ক্রিয় করা হয়েছে।

ওদিকে, খামারবাড়ির বোমা শনাক্ত অভিযান চলতে চলতেই খবর আসে, পল্টনেও একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। পরীক্ষার পর বোম্ব ডিসপোজাল ইউনিটের আরেকটি টিম সেটিকে নিস্ক্রিয় করে।  পুলিশ বলেছে, জনমনে আতংক ছড়ানোর হীন উদ্দেশ্যেই বোমাগুলো জনবহুল স্থানে রেখে দিয়েছিলো কোনো একটি বিশেষ মহল।