নিলামে ওঠা নাইকি কোম্পানির ‘মুন সু’ বিক্রি মঙ্গলবার ভেঙে দিলো ইতিপূর্বের সব রেকর্ড। ১৯৭২ সাল থেকে ব্যবহার করা নাইকির ওই স্নিকার্স বা ‘মুন সু’ নিউ ইয়র্কে বিক্রি হলো ৪ লাখ ৩৭ হাজার ৫০০ ডলারে। কিনেছেন কানাডিয়ান সংগ্রাহক ৬১ বছর বয়সী মাইলস নাদাল। তিনি টরোন্টোতে নিজের ব্যক্তিগত সংগ্রহশালায় ওই জুতা প্রদর্শন করে রাখবেন। অনলাইন নিলামকারী সংস্থাটি (সোথব) এর মাধ্যমে দরকষাকষি করে জুতা জোড়া কিনেছেন নাদাল।

নাইকির (মুন সু) র সহ-প্রতিষ্ঠাতা বিল বোয়ারম্যান ১৯৭২ সালের অলিম্পিক ট্রায়ালের জন্য রানার্সদের জন্য ফ্ল্যাট রেস এই ‘মুন সু’ ডিজাইন করেছিলেন। নিলামকারী সংস্থাটি জানায়, সেইসময়ের তৈরি প্রায় ১২ জোড়া জুতার মধ্যে এটিই অবশিষ্ট ছিলো।নিলামকারী সংস্থাটি এক বিবৃতিতে জানায়, এর আগে ১৯৮৪ সালের অলিম্পিক বাস্কেটবল ফাইনালে ব্যবহৃত মাইকেল জর্ডানের স্বাক্ষর করা জুতা ২০১৭ সালে বিক্রি হয়েছিলো ১৯০,৩৭৩ ডলারে। কিন্তু নাইকের এই জুতা জোড়া ভেঙে দিলো আগের সেই রেকর্ডও।