আওয়ামী লীগ ছাড়া অন্য কোনও দল বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেনি বলে দাবি করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, এদেশে এমন কিছু রাজনীতিবিদ আছেন; যারা ভোট এলে জনদরদি হয়ে উঠেন, আর ভোট গেলে ঢাকায় বসে বক্তৃতা-বিবৃতি দিয়ে দায় সারেন।

শুক্রবার (২৬ জুলাই) সিরাজগঞ্জের কাজিপুরের পূর্ব খুকশিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ শুধু ভোটের রাজনীতি করে না। বন্যা, ভাঙন বা যেকোনও প্রাকৃতিক দুর্যোগ বা বিপদ-আপদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দলের নেতাকর্মীরা জনগণের পাশে থাকে।

এসময় পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।গত পাঁচ দিন সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করে দুর্গতদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন নাসিম।