শিক্ষার্থীদের মধ্যে নারী প্রতি সহিংসতা প্রতিরোধ ও বাল্য বিয়ে এবং সাইবার বুলিং বন্ধে সচেতনতা বৃদ্ধির প্রয়াস নিয়ে পাবনার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়। নলেজ ফেয়ারে শিক্ষার্থীদের নিয়ে শ্রেনী ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলার মালঞ্চি উচ্চবিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হোসাইন আলীর সভাপতিত্বে নলেজ ফেয়ারে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন ৭,৮ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মর্জিনা খাতুন, সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ডা. রেজাউল করিম। বিচারক ছিলেন সহকারী শিক্ষক মো. সাইদুর রহমান রহমান, আখতারুন্নাহার ও মো. রবিউল ইসলাম। এর আগে শহীদ এম মনসুর আলী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জাকির হোসেনে সভাপতিত্বে নলেজ ফেয়ারে প্রধান অতিথি ছিলেন শিক্ষার্থী ওয়াচ গ্রুপের সদস্য জাহাঙ্গীর হোসেন। বিচারক ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম মোল্লা। অনুষ্ঠান দু’টির সার্বিক দায়িত্ব পালন করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক লুইস গমেজ ও মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব‘র (মেজনিন) সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতার। নলেজ ফেয়ার দু’টিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করে। নলেজ ফেয়ারে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষন বেড়ে যাওয়া শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন।