গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় র‌্যাব’র এক সদস্যও আহত হয়েছে। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিনটি সর্টগান এবং আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। নিহতের নাম নজরুল ইসলাম ওরফে নজু (৪০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী ব্যাংকের মাঠ বস্তি এলাকার মৃত মোস্তফার ছেলে। নজু’র বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল তালুটিয়ার পূর্বাশা কোম্পানীর বালুর মাঠ এলাকায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ৬-৭জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাব’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। দু’পক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে নজুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নজুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এঘটনায় র‌্যাব’র সৈনিক প্রবীর সরকার আহত হন। তাকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ৩টি সর্টগান ও দুই হাজার পাঁচ’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নজরুল ইসলাম নজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।