ব্যাংক খাতে ঋণের সুদের হার ৯ শতাংশ ও আমানতের সুদের হার ৬ শতাংশ ধরে বাংলাদেশ ব্যাংক শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, ঋণের সুদের হার এক অংকের ঘরে নিয়ে আসতে সম্মতি জানিয়েছে ব্যাংক মালিকরা।
পাশাপাশি খেলাপি ঋণ কমিয়ে আনতে ব্যাংকগুলোকে সুবিধা দিয়ে নানা উদ্যোগের কথাও জানান তিনি। তবে যেসব ব্যাংক আইন মেনে চলবে না তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী