কাশ্মিরে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর ছাত্র জমিয়তের উদ্যোগে টঙ্গী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে ওলামা ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি নাসির উদ্দিন খান। গাজীপুর মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সোহেল মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা জমিয়তে ওলামা ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসাইন কাশেমি, গাজীপুর জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মাহাদি হাসান ও সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ, টঙ্গী থানা ছাত্র জমিয়ত ওলামা সাধারণ সম্পাদক মাওলানা অহিদ উল্লাহ প্রমূখ। সভা পরিচালনা করেন গাজীপুর মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আব্দুল আউয়াল।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় জমিয়তে ইসলাম ওলামা ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ট বাংলাদেশের তৌহিদীজনতা স্বাধীনতাকামী কাশ্মীরী জনগণের সঙ্গে থাকবে। অনতিবিলম্বে গণহত্যা বন্ধ না করলে কাশ্মিরসহ আধিপত্যবাদী ভারতের বিভিন্ন প্রদেশ ভেঙ্গে ভারত টুকরো টুকরো হয়ে যাবে। অনতিবিলম্বে সংসদ অধিবেশন ডেকে কাশ্মিরে গণহত্যার প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব গ্রহণ করার দাবী জানাচ্ছি।