তোমাকে আবিষ্কারের নেশায় এসেছিলাম সেদিন,ক্ষণিকের উত্তেজনা মেটাতে নয়।
তোমাকে ভুল ভেবে খুব কষ্ট পেয়েছিলাম সেদিন,তাই সেই ভুলের মাশুল দিতে এসেছিলাম,
তনুর কামনা মেটাতে নয়।
ভালোবাসা বোঝার ক্ষমতা তোমার নেই,তাই উত্তেজনা তোমার জন্য সই,শুদ্ধ ভালোবাসা নয়।
আকাশের চাঁদ কে সবাই ভালোবাসে,কিন্তু তাকে ধরতে পারে কি কেউ?
চাঁদ যখন নিজে তার নরম আলোয় তোমার কষ্ট কে সরাতে চাইলো,তাকে তুমি কামনার সঙ্গী ভেবে আলিঙ্গন করলে, ভালোবেসে নয়।
তোমার জন্য মায়া হয়,মাঝে মাঝে আবার করুনাও হয়,
কারণ তুমি এতটাই স্বার্থপর ,
যে কামনাকেই ভালবাসতে শিখেছ, ভালোবাসাকে নয়।