কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে ভেসে যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রও আরিফুল ইসলামের (২০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ভেসে যাওয়ার ২০ ঘণ্টা পর লাশটি উদ্ধার করা হয়। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের নাজিরারটেক পয়েন্ট থেকে আরিফুলের মৃতদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের সুপার মো. জিল্লুর রহমান।

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছরা এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম রুয়েটের কম্পিউটার সাইন্সের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আরিফুল ইসলামসহ পাঁচ বন্ধু সৈকতে ফুটবল খেলে সমুদ্রে গোসল করতে নামেন। পাঁচজনই ভাটার টানে উত্তাল সমুদ্রের ভেসে যান। পরে লাইফ গার্ড কর্মীরা আহমেদ কাদের, ইমরুল শাহেদ ও মোবাশ্বেরুল ইসলামকে উদ্ধার করে। নিখোঁজ থাকেন রফিক মাহমুদ ও আরিফুল ইসলাম। বিকেল ৫টায় সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে ফায়ার সার্ভিসের ডুবুরীরা রফিক মাহমুদের মৃতদেহ উদ্ধার করে। এর ২০ ঘণ্টা পর আরিফুলের লাশ উদ্ধার করা হয়।