কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে মিয়ানমারের মন রাজ্যে কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৪০ জন। ভূমিধসে অন্তত ৩০টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। মন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালকের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার মাটিতে চাপা পড়া ৫৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কমীরা।

টানা কয়েকদিনের ভারী বর্ষণে শুধু ভূমিধসই নয়, বন্যায়ও প্লাবিত হয়েছে পুরো রাজ্যটি। বন্যার ফলে প্রায় সেখানে ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার দেশটির পাওয়াং, মাওলামাইন, মুডন, থানবায়জায়াত, কাইকমারাও এবং য়ে শহর প্লাবিত হওয়ায় ওই সব এলাকার স্কুল কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা ও ভূমিধসে আক্রান্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

প্রতিবছর বর্ষাকালের ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে মিয়ানমার এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যাপক প্রাণহানি এবং অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় ।