এক ঝাঁক পাখির সঙ্গে সংঘর্ষের পর রাশিয়ান একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। মস্কোর কাছাকাছি একটি শস্যক্ষেত্রে ওই বিমানটি অবতরণ করে। এতে আহত হয়েছেন প্রায় ২৩ জন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, উরাল এয়ারলাইন্স এয়ারবাস ৩২১ বিমানটি ক্রিমিয়ার সিমফেরোপলে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এক ঝাঁক শঙ্খচিলের সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির। এরপরই সেটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির অনেক ক্ষতি হয়েছে এবং এটি আর উড়তে পারবে না। এই ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিমানটিতে যাত্রী এবং ক্রু মিলিয়ে ২৩৩ জন আরোহী ছিল। পাখির সঙ্গে সংঘর্ষের পর পরই ক্রুরা তাৎক্ষণিকভাবে বিমানটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এ সম্পর্কে এক যাত্রী বলেন, উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি (বিমান) ভয়াবহভাবে ঝাঁকাচ্ছিল। তিনি আরও বলেন, পাঁচ সেকেন্ড পর বিমানের ডান পাশের লাইটগুলো কাঁপতে শুরু করে এবং আমরা পুড়ার গন্ধ পাই। এরপরই বিমান অবতরণ করা হয় এবং আমরা দৌড়ে বের হয়ে যাই।