বঙ্গবন্ধু একটি মানচিত্র

বঙ্গবন্ধু একটি মানচিত্র
বঙ্গবন্ধু একটি বাংলাদেশ
তোমরা বলো “যদি রাত পোহালেই শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই”
আর আমি বলছি ” কে বলেছে বঙ্গবন্ধু মরেছে? বঙ্গবন্ধু তো মরে নাই!

৭৫ এর ১৫ই আগস্ট তোমরা বঙ্গবন্ধু কে হত্যা করোনি
হত্যা করেছো বাঙালীর দু’শ বছরের সংগ্রামী ইতিহাস
হত্যা করেছো বায়ান্নের ভাষা শহিদদের আত্মত্যাগ।।

৭৫ এর ১৫ই আগস্ট তোমরা বঙ্গবন্ধু কে হত্যা করোনি
হত্যা করেছো উনসত্তরের গণঅভ্যুত্থান
হত্যা করেছো ৭ই মার্চ এর ঐতিহাসিক ভাষন
হত্যা করেছো একাত্তরের লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ।।

৭৫ এর ১৫ই আগস্ট তোমরা বঙ্গবন্ধু কে হত্যা করোনি
হত্যা করেছো স্বাধীনতার প্রতিক লাল সবুজের পতাকা
হত্যা করেছো এক টুকরো স্বাধীন মানচিত্র।।

হে বাঙালি
৭৫এর ১৫ই আগস্ট তোমরা বঙ্গবন্ধু কে হত্যা করোনি
তোমরা নিজেই নিজেকে হত্যা করেছো
হত্যা করেছো জাতিসত্তা
হত্যা করেছো সার্বভৌমত্ব
তাই স্বাধীন দেশে জন্ম নিয়েও তোমরা আজও পরাধীন
আজও বর্বরোচিত,, আজও নিষ্পেষিত,, আজও শৃঙখলাহীন
হে বাঙালী
তোমরা আজও মানুষ নও
আবার তোমরা মানুষ হও।।।

আমেনা ফাহিম