রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পরিত্যক্ত দুটি টায়ারে এডিস মশার লার্ভা পাওয়ায় মালিকপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এডিস মশা নির্মূলে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে যান। সেসময় টায়ারে মশার ওষুধ স্প্রে করতেই অসংখ্য মশা বের হতে থাকে। তা দেখে মেয়র টায়ারের মালিকের বিরুদ্ধে জরিমানার এ নির্দেশ দেন। তবে টায়ার মালিক কে তা নিশ্চিত করা যায়নি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, এসব টায়ার থেকে এডিস মশা জন্ম নেয়। আমি ১৫ দিন আগে এসব টায়ার সরাতে বলেছিলাম। কিন্তু কেউ তা করেনি। এজন্য এ টায়ার মালিককে জরিমানা এবং অনাদায়ে শাস্তি দেয়া হলো। বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জরিমানা করা টায়ার পরিত্যক্ত। এগুলো কিনে রাবার বের করা হয়। যারা এগুলো কিনেছে তাদের শনাক্ত করে জরিমানা আদায় করা হবে।